শীয় চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট হিসেবে খ্যাতি অর্জন করা বর্ষীয়ান অভিনেতা আনোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ১৩ নভেম্বর (আজকের এই দিনে) না ফেরার দেশে চলে যান তিনি। দিনটি উপলক্ষে সিনেমাঙ্গনে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানা গেছে। তিনি ঐতিহাসিক, রাজনৈতিক, নাট্যধর্মী, লোককাহিনিভিত্তিক, পোশাকি ফ্যান্টাসি, সাহিত্যনির্ভর, শিশুতোষ, পারিবারিক মেলোড্রামা, বক্তব্যধর্মীসহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৫৮ সালে চিত্রায়িত তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবনে প্রবেশ করেন। ঢাকার চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা ৫২ বছরের অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। কলেজজীবন থেকেই অভিনয়ে নাম লেখান আনোয়ার হোসেন। ‘পদক্ষেপ’ নামে একটি নাটকে অভিনয় করে সবার দৃষ্টি কাড়েন। এরপর চাকরি সূত্রে স্থায়ী হন ঢাকা। ১৯৫৯ সালে তিনি ‘এক টুকরো জমি’ নামে একটি নাটকে অভিনয় করেন। পরবর্তী সময়ে ঢাকা বেতারে অডিশন দিয়ে নির্বাচিত হন। অভিনয়...