নব্বই দশকের জনপ্রিয় লোকসংগীত শিল্পি কদ্দুস বয়াতি দেশের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কথার্বাতা বলছেন। শেয়ার করছেন নিজের অ্ভিব্যক্তিও। এবার জাকসুর ভোট গণনায় বিলম্ব দেখে বিষ্ময় প্রকাশ করে একটা পোস্ট শেয়ার করেছেন তিনি। শনিবার ১৩ (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে কদ্দুস বয়াতি লিখেছেন, পাগলা মসজিদের বস্তার বস্তা টাকা গুনে শেষ নিমিশেই। আর ১১ হাজার ভোট গুনতে তিনদিন।’ পোস্টটি শেয়ার করার পর থেকেই লাইক-কমেন্টের হিরিক পড়ছে। আতিকুল হাসান নামে একজন লিখেছেন, নির্বাচন কমিশন আছে ঝামেলায়,কার মন রাখবো,...