এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি সহজে জিতেছে বাংলাদেশ। তবে আবুধাবিতেবাংলাদেশের সামনে আজ কঠিন প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষের নাম শ্রীলঙ্কা। মাঠে নামার আগে শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কা বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছেন, তারাই এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন। আবুধাবির উইকেটে বাংলাদেশের বোলারদের বিপক্ষে কীভাবে সহজে ব্যাট করা যায়, সে বিষয়েও কথা বলেছেন শ্রীলঙ্কা অধিনায়ক। নতুন বলটা ধীরে ধীরে একটু নরম হয়ে এলে ব্যাটিংটা সহজ হবে বলে মনে করেন আসালাঙ্কা। ২০২৩ সালে সর্বশেষ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। শ্রীলঙ্কা তাহলে কীভাবে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন? আসলে শ্রীলঙ্কার অধিনায়ক ভুল কিছু বলেননি। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হচ্ছে। এই সংস্করণে সর্বশেষে ২০২২ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টে শ্রীলঙ্কাই চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপ এখন দুই সংস্করণের টুর্নামেন্ট। কখনো ওয়ানডে, কখনো টি-টোয়েন্টি। এ...