চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় টাইলার রবিনসন নামে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে অভিযুক্ত হত্যাকারী বাবার কাছে হত্যার কথা স্বীকার করেন। তার বাবা তাকে পুলিশের কাছে আত্মসমর্পণে রাজি করানোর পরই শেষ হয় পুলিশের ৩৩ ঘণ্টার অভিযান। এরআগে, গত বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হন কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক। এরপর থেকে তার ওপর হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়। পুলিশ জানিয়েছে, আদালতের নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কর্মরত একজন ব্যক্তি মার্কিন মার্শালদের ফোন করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে টাইলার রবিনসন নামের সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করেন। শুক্রবার ১৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তদন্তকারীরা জানান, সন্দেহভাজন ব্যক্তি তার বাবার কাছে স্বীকারোক্তি দিয়েছেন। ইউটাহের গভর্নর স্পেন্সার কক্স বলেন, ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...