১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম চলতি বছরে এখন অবধি প্রায় ৩৯ হাজার মানুষ ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর ৪৩ শতাংশ আক্রান্ত হয়েছে গত দেড় মাসে। এই সময়ে ৮৩ শতাংশ রোগী ভর্তি হয়েছে ঢাকা মহানগরসহ তিন বিভাগে। সবচেয়ে বেশি ৩০ শতাংশ রোগী ভর্তি হয়েছে ঢাকা মহানগরে। এরপর বরিশাল বিভাগে ২০ শতাংশ, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৭ শতাংশ ও চট্টগ্রাম বিভাগে ১৬.৬৪ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ২০০০ সালে দেশে নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় রাজধানী ঢাকা থেকে। এরপর প্রায় প্রতিবছর রোগীর সংখ্যায় ঢাকা শীর্ষে ছিল। গত দুই বছর থেকে রোগীর সংখ্যা রাজধানীর বাইরে বেশি হলেও দুই মাস ধরে রাজধানীতে...