ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলায় গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে এবং কুড়িজনের মতো আহত হয়েছেন। শুক্রবার (বারো সেপ্টেম্বর) রাত আটটা বেয়াল্লিশ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, হাসান থেকে হোলেনারাসিপুরের পথে চলা একটি পণ্যবাহী ট্রাক প্রথমে একটি মোটরসাইকেল ও ব্যারিকেডে ধাক্কা মারে। এরপর সেটি মোসালে হোসাহাল্লি গ্রামের কাছে জাতীয় সড়ক তিনশ তেহাত্তরের ওপর দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করে। দক্ষিণ রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক বরালিঙ্গাইয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয়জন স্থানীয় বাসিন্দা এবং বাকি তিনজন চিকমাগালুরু, বেল্লারি ও চিত্রদুর্গা জেলার শিক্ষার্থী। আহতদের...