১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও হয়েছেন। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এরপর তার অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের সময়ও ঘোষণা করা হয়েছে। -রয়টার্স গত মঙ্গলবার কেপি শর্মা প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া নেপালের জেন-জিরা। ২০১৬ সালে সুশীলা নেপালের প্রধান বিচারপতি হন। তিনি মাত্র এক বছর এ দায়িত্বে ছিলেন। কিন্তু এ সময়টায় আপোষহীন ছিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। এ কারণে তৎকালীন সরকার তাকে অভিসংশনের চেষ্টা করেছিল। কিন্তু সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান নেয়। তারা বিচারবিভাগের ওপর...