হ্যামস্ট্রিং চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা অ্যান্টনিও রুডিগার। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান এই জার্মান ডিফেন্ডার। শনিবার এক বিবৃতিতে রিয়াল জানায়, চোট সেরে দলের সঙ্গে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে। গত মৌসুম থেকেই চোটে ভুগছেন রিয়ালের রক্ষণভাগের কান্ডারী রুডিগার। টানা ৫৫ দিন মাঠের বাইরে থেকে আট খেলতে পারেননি ৩২ বর্ষী তারকা। স্পেনের সংবাদমাধ্যমে খবর, স্পেনিয়ার্ড কোচ জাবি আলোন্সো রিয়ালের দায়িত্ব নেয়ার পর এটিই বড় চোটের ঘটনা। রিয়াল জানিয়েছে, ‘রুডিগারের সকল পরীক্ষার পর জানা যায়, বাঁ-পায়ের রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন তিনি।’ চলতি মৌসুমে লা লিগায় এপর্যন্ত তিন ম্যাচ খেলেছে রিয়াল। এর মধ্যে...