১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম কেরানীগঞ্জে নাজিরাবাগ এলাকায় সাগির(২৫)নামে এক যুবককে সকালে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও সিআইডি ক্রাইম সিনটিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো এই হত্যাকান্ডের কারণ পুলিশ জানতে পারেনি। জানা যায়,নিহত সাগির রাজধানী ঢাকার ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করতো। প্রতিদিনের ন্যায় সে সকালে তার কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় আসে। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। নিহত সাগিরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায়। সে স্ত্রীকে নিয়ে নাজিরাবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই সরোয়ার হোসেন বলেন, আমরা এই ঘটনার প্রকৃত কারণ এখনো জানতে পারিনি। এ...