চট্টগ্রাম:উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী এ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তাতে বিএনপির কিছুই হবে না। কারণ, দেশের ১৮ কোটি মানুষ বিএনপির পক্ষে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নুরুল্লাহ মুন্সী বাড়িতে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এ উঠান বৈঠকের আয়োজন করে। তিনি বলেন, নির্বাচনে জিততে পারবে না, তাই বলে কেউ যদি মনে করেন নির্বাচনের দরকার নেই, সেটা তাদের সমস্যা, সেটা বাংলাদেশের জনগণের সমস্যা নয়। আমাদের কথা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা ভেসে যাবে। তিনি আরও বলেন, জামায়াত মধু খাচ্ছে। তাই নির্বাচন চায়...