আকস্মিক মৃত্যুর ছায়ায় স্তব্ধ হয়ে আছে পাবনা শহরের জেলাপাড়া। এখানেই কেটেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার শৈশব-কৈশোর। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় হঠাৎ মৃত্যুবরণ করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীর মরদেহ নিয়ে পাবনায় পৌঁছান জান্নাতুলের স্বামী সিরাজুল ইসলাম। ঘনিষ্ঠজনেরা জানান, ছয় মাস আগে প্রিয় সহপাঠীর সঙ্গে রেজিস্ট্রিভিত্তিক বিয়ে সম্পন্ন হয়েছিল জান্নাতুলের। আগামী ২০২৬ সালের ৫ জানুয়ারি ছিল তাদের আনুষ্ঠানিক বিয়ের দিন। নতুন জীবনের স্বপ্নে রঙিন মেহেদি রাঙা হাত আজ কেবলই শোকে দগ্ধ। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন জান্নাতুল। সকালে ভোট গণনার কাজে অংশ নিতে গিয়ে সিনেট ভবনের সামনে হঠাৎ পড়ে যান তিনি। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জান্নাতুলের বাবা রুমী...