নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধ একটি পেপার মিলে চুরি করতে গিয়ে তামিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিম মুড়াপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার এসআই আলতাব হোসেন জানান, শনিবার সকালে মুড়াপাড়া এলাকায় রহস্যজনক এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, “হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে নিহতের পরিবার জানায়, তামিম চুরির মামলায় বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়। শুক্রবার রাতে সে স্থানীয়...