দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। ম্যানুয়ালি ভোট গণনা কারণে সময় লেগেছে প্রায় ৪৫ ঘণ্টা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান জানান, দুপুর দুটার মধ্যে ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটার দিকে। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট প্রায় বারো হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় আটষট্টি শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়েছেন মোট একশ সাতাত্তর জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ছিলেন নয়জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আটজন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ষোলো জন প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ছিল ছয়। নির্বাচনে আটটি পূর্ণ ও আংশিক প্যানেল অংশ নেয়। তবে ভোট শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত...