প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার এই আড়ালের যাওয়া ঘটনা হঠাৎ করেই।এর মধ্যে গুঞ্জন রটে- বিয়ে করেছেন পপি, হয়েছেন সন্তানের মাও। দীর্ঘ আড়াল ভেঙে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন এই চিত্রনায়িকা। তখন জানা যায়, গুঞ্জন নয় যা রটেছিল তা সবই সত্যি। ওই সময় প্রকাশ্যে এসে নায়িকা অভিযোগ করেন তার মা ও ভাইবোনদের বিরুদ্ধে। দ্বন্দ্ব- জমিজমা সংক্রান্ত। এরপর বিষয়টি নিয়ে একটি ফেসবুক লাইভেও আসেন পপি। তারপর আবার আড়াল হন এই অভিনেত্রী। গেল ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে কথা বলেন পপি। সেখানে নিজের অসমাপ্ত সিনেমাগুলোর জন্য নির্মাতাদের প্রতি ক্ষমাও চেয়েছেন তিনি। পপির কথায়, দুটি নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের সব...