পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, সংস্কার, গণহত্যা, শাপলা চত্বরে হত্যা, পিলখানা হত্যাসহ বিভিন্ন দাবিতে বরগুনায় জনসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই। যারা পিআর বোঝে না, তারা মূর্খ। পৃথিবীর উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে বলেও দাবি করেন নেতৃবৃন্দ।জুলাই আন্দোলনে নিহত ও আহতদের বিচার, শাপলা চত্বর ও পিলখানা হত্যার বিচারসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহম্মদ আবুল খায়ের। এছাড়া বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বাওয়ালকর পীর মাওলানা মুহাম্মদ আবদুর কাদেরসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ...