ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরার কথা থাকলেও জায়গা হয়নি এই তারকা ফুটবলারের। এমন অবস্থায় প্রশ্ন উঠছে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে পাবেন তো নেইমার। তবে নেইমারের আশা এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের বিমানে উঠতে হলে আনচেলত্তির বেশ কয়েকটি শর্ত পালন করতে হবে তাকে। সম্প্রতি এই কথা বলেছেন ব্রাজিল বস আনচেলত্তি। তিনি বলেন, নেইমার কেমন খেলে সেটা দেখার কিছু নেই। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। তবে বর্তমান সময়ে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে ফিট থাকতে হবে। যদি নেইমার সেরা অবস্থায় থাকে তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। সবাই চায় নেইমার যেন ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে থাকে। তিনি আরও বলেন, আমি নেইমারের সঙ্গে...