এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে ২০২৫ সালের এই লড়াই ঘিরে আলোচনার কেন্দ্রে শুধু ক্রিকেট নয়, বরং চারদিনের সাম্প্রতিক যুদ্ধের পর দুই দেশের রাজনৈতিক ও সামাজিক উত্তাপও। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মে মাসের সংঘাত শেষ হলেও যুদ্ধোত্তর তিক্ততা এখনো কাটেনি। আন্তর্জাতিকভাবে মধ্যস্থতা করে যুদ্ধ এড়ানো হলেও সম্পর্কের ভাঙন রয়ে গেছে। ভারতের ক্রীড়া সাংবাদিক কুদিপ লাল কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘এই ম্যাচ নিশ্চিত হওয়ার পর থেকেই ভারতীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা মনে করেন, দুই দেশের সম্পর্ক এতটা সংকটাপন্ন অবস্থায় থাকা অবস্থায় ক্রিকেট খেলা উচিত নয়। এটি ভারত-পাকিস্তান ম্যাচের সবচেয়ে খারাপ সময়। ’ লালের মতে, সমালোচনার মূল কেন্দ্র ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিনি বলেন, ‘যদি কূটনৈতিক সম্পর্ক স্থগিত থাকে, ভিসা না দেওয়া হয়,...