নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সুশীলা কার্কি-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) নেপালের প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বার্তায় ড. ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তিনি এ দায়িত্ব গ্রহণকে নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেন। ড. ইউনূস তার বার্তায় আরও বলেন, সংকটময় ও চ্যালেঞ্জের এই সময়ে আপনার এ দায়িত্ব গ্রহণ নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশ বিশ্বাস করে যে, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও...