তবে গ্যাংয়ের দাবি, তারা দিশাকে নয় তার বোন খুশবু পাটানিকে লক্ষ্য করেছে। গোল্ডি ব্রারের মতে, খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করেছেন। এটি সনাতন ধর্মের অবমাননা। গতকালই দিশা পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাইরে পাহারাদারি বাড়ানো হয়েছে। এদিকে খুশবু পাটানি অনিরুদ্ধ আচার্যের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনিরুদ্ধ এক সাক্ষাৎকারে ‘লিভ-ইন’ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এটিকে খুশবু ‘দেশদ্রোহী’ এবং ‘নপুংসক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘যারা এই ধরনের ব্যক্তিদের অনুসরণ করেন তারা সমাজের জন্য ক্ষতিকর।’ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু...