ঐতিহ্যবাহী মিষ্টি ও আধুনিক বেকারি পণ্যের সমাহার নিয়ে টাঙ্গাইল শহরে একসঙ্গে তিনটি শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘মিঠাই’। গত বুধবার শহরের প্রেস ক্লাব, পুরাতন বাসস্ট্যান্ড ও আকুর টাকুর পাড়ায় শোরুমগুলো উদ্বোধন করা হয়। মিঠাই- এর প্রধান পরিচালন কর্মকর্তা এস এম হাফিজুর রহমান, হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার অমিতাভ রায়, অপারেশন ম্যানেজার (টাঙ্গাইল) জাহিদ হাসান এবং ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। মিঠাই শোরুমগুলোতে ঐতিহ্যবাহী মিষ্টির পাশাপাশি জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, ফাস্টফুড ও বেকারি পণ্যের সমাহার থাকছে। ফুডপ্রেমীদের কাছে জনপ্রিয় হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বর্তমানে মিঠাই-এর ২৪০টি শোরুম চালু রয়েছে। এ বিষয়ে মিঠাই-এর প্রধান পরিচালন...