এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা চরমে উঠলেও ক্রিকেটারদের কাছে খেলাটাই বড় বিষয় বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, খেলোয়াড়দের উচিত মাঠের বাইরে থাকা সবকিছু ভুলে গিয়ে শুধু খেলা উপভোগ করা। রোববার দুবাইয়ে গ্রুপ–এ’র ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এটি হবে চার মাস আগে সামরিক সংঘাতের পর ভারত-পাকিস্তানের প্রথম লড়াই। আকরাম এএফপিকে বলেন, ‘আনন্দ করো, এটা তো ক্রিকেট খেলা, বেশি কিছু নয়! এক দল জিতবে, আরেক দল হারবে। শুধু খেলা উপভোগ করো। চাপ আসবে, সেই চাপের ভেতরও আনন্দ খুঁজে বের করো, কারণ এটা শুধুই একটা খেলা।’ ভারত ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তবে এবারের ম্যাচে বয়কটের ডাক উপেক্ষা করেছে তারা। প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছে দুবাই ইন্টারন্যাশনাল...