ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে মুহাম্মদ আবদুর রহীমকে উপজেলা চেয়ারম্যান ও মাওলানা মোহাম্মদ মোস্তফাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে ফেনী জেলা জামায়াতে ইসলামী। আগামী উপজেলা পরিষদ নির্বাচনের কোনো তারিখ বা তফশিল ঘোষণা না হলেও আগেভাগেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই প্রার্থীর নাম ঘোষণা এলো। ঘোষণা অনুযায়ী, সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহীমকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। আরও পড়ুনআরও পড়ুনস্ত্রী-ছেলেসহ বিএনপি নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফেনী জেলা শহরে দলটির এক সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম। ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ...