বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরও বলেন, এই সংকটময় ও চ্যালেঞ্জপূর্ণ সময়ে আপনার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ নেপালের জনগণের আপনায় অর্পিত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা আশাবাদী যে আপনার বলিষ্ঠ নেতৃত্বে নেপাল ও তার দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। অধ্যাপক ইউনুস জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তি...