ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিজয়ীরা রোববার অথবা সোমবার (১৪/১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। সাইফুদ্দীন আহমদ বলেন, ‘রোববার অথবা সোমবার ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন। ইতোমধ্যে নির্বাচিতদের চিঠি পাঠানোসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই তারিখ চূড়ান্ত করা হতে পারে।’ আরও পড়ুনআরও পড়ুনমোনামির সঙ্গে টিএসসিতে সেদিন কী ঘটেছিল, যা বললেন হামিম শপথের বিষয়ে প্রক্টর বলেন, ‘শপথের ব্যাপারটি আইনে ওইভাবে বলা নেই, তবে রেওয়াজ আছে। এ রেওয়াজগুলো দেখে উপাচার্য এবং ডাকসুর প্রতিনিধিরা তখন সিদ্ধান্ত নেবেন। তবে রেওয়াজটা কী, তা আরেকটু খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন তারা।’ আরও পড়ুনআরও পড়ুনছাত্রদলের ভোট বর্জনের প্রতিক্রিয়ায় যা বলল শিবির এদিকে ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস...