কুমিল্লায় আওয়ামী লীগের দোসর পলাতক হত্যা মামলার আসামির পক্ষে মানববন্ধনের চেষ্টা পণ্ড করে দিয়েছে ছাত্রজনতা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সুশীল সমাজের ব্যানারে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদ চক্র এ মানববন্ধনের চেষ্টা করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্ররা এসে ওই মানববন্ধন ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানে কুমিল্লার ময়নামতি এলাকায় ফ্যাসিবাদ চক্রের হাতে প্রাণ হারান রাফসান নামের এক তরুণ। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিনসহ দেড় শতাধিক ব্যক্তির নামে মামলা করা হয়। মামলায় শাহীন আলম শাহীন নামে ফ্যাসিবাদের এক দোসরকে আসামি করা হয়। এছাড়া ওই দোসরের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। শনিবার আওয়ামী লীগের ওই দোসরের পক্ষে মানববন্ধন করার জন্য কয়েকজন প্রেসক্লাবের সামনে সমবেত হলে ছাত্র-জনতা সেটা পণ্ড করে দেয়। আরও পড়ুনআরও পড়ুনআ.লীগ নিষিদ্ধ...