নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় সুশীলা কার্কিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক চিঠিতে তিনি এ কথা জানান। চিঠিতে উল্লেখ করা হয়, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এক সংকট ও চ্যালেঞ্জপূর্ণ সময়ে আপনার এই উচ্চ পদে আসীন হওয়ায় নেপালের জনগণ আপনার প্রতি যে আস্থা রেখেছে তারই প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা আশাবাদী, আপনার যোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় নেপাল এবং তার জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। চিঠিতে ড. ইউনূস বলেন, আমাদের দুদেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার নিবিড় সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমি...