একটু বাড়তি সতর্কতা আপনার ঘরে ধুলাবালি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আসুন জেনে নেওয়া যাক ঘরের ধুলাবালি কীভাবে কমাবেন- ধুলাবালি, রাসায়নিক, বিষাক্ত কণা থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা জরুরি। এয়ার পিউরিফায়ার বাতাসে থাকা ধুলা ও ক্ষতিকর কণা আটকে ঘরকে পরিষ্কার রাখে। এটি ব্যবহারে ঘর থাকে ধুলামুক্ত। এছাড়া যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট ও ডাস্ট এলার্জি আছে, তাদের জন্য এয়ার পিউরিফায়ার খুব উপকারী। ঘরে এসি থাকলে অবশ্যই এসির ফিল্টার পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে বাড়ির হওয়ার কারণে ধুলাবালি বেশি হয়। এই ধুলাবালিই এসির ফিল্টারকে দ্রুত নোংরা করে। নোংরা ফিল্টার ব্যবহারে অসুখ-বিসুখ হতে পারে। জানালায় ভারী পর্দা ব্যবহার করতে পারেন। এতে বাইরে থেকে আসা ধুলা পর্দা শুষে নেবে। এছাড়া ভারী পর্দার কারণে ঘরের বাতাসে ধুলা ছড়াবে না, আবার ধুলাবালি ঘরে ঢোকার পথেও...