বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ‘সুবিধাভোগী’ গোষ্ঠী তৈরি করেছিল, দেশের অর্থনীতিতে যাদের ভূমিকা ছিল না বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সে ‘সুবিধাভোগীরা’ বাজার ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করেছিল বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে চট্রগ্রামে একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বাণিজ্য উপদেষ্টা। বক্তব্য শেষ করে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, “শেখ হাসিনার পতনের পর আমাদের রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের মত ছিল। বিভিন্ন দেশের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমাদের দায় ছিল ৬ বিলিয়ন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সকল দায় পরিশোধ করেছি। বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার।” ভবিষ্যৎ রাজনৈতিক সরকারে কাছে প্রত্যাশা কী? জবাবে উপদেষ্টা বলেন, “বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসকেরা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করেছিল।...