গত মে মাসের শেষ দিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে সেলেসাওরা। দুই দফায় হওয়া এ চার ম্যাচের দলে নেইমারকে রাখেননি সাবেক রেয়াল মাদ্রিদ কোচ। এর মধ্যে চলতি মাসের শুরুতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। ঘরের মাঠে চিলির বিপক্ষে জিতলেও বলিভিয়ার মাঠে গিয়ে বাছাইয়ের শেষটা হার দিয়ে হয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেপ্টেম্বরের দুই ম্যাচের ব্রাজিল দলে নেইমারের জায়গা না পাওয়া নিয়ে শুরুতে সান্তোস তারকার ফিটনেস তথা চোট সমস্যার কথা ভাবা হচ্ছিল। তবে নেইমার জানিয়েছেন, শারীরিক অবস্থায় পুরোপুরি ফিট থাকলেও টেকনিক্যাল কারণে জায়গা হয়নি আনচেলত্তির দলে। পরে অবশ্য আনচেলত্তিও একই কথা জানিয়েছেন। তা বিশ্বকাপ বাছাইয়ে না হয় কৌশলগত কারণে জায়গা হলো না নেইমারের। ২০২৬ বিশ্বকাপের মূল...