গোপালগঞ্জে তিন বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ও ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা দুপুর ২টার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান খন্দকার। শিশুটি কোটালীপাড়া উপজেলার এক দম্পতির একমাত্র সন্তান। গ্রেপ্তার হওয়া আমিরুল ইসলাম বাপ্পি ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে দোকান থেকে চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে অপহরণ ও মুক্তিপণ দাবির পরে রাতে শিশুর মা বাদী হয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা করেন। মামলায় তিনি বলেন, আমিরুল ইসলাম তার স্বামীর খালাতো ভাইয়ের বন্ধু। কিছুদিন আগে আমিরুল তাদের বাড়িতে বেড়াতে এসে একদিন ছিলেন। পরে মঙ্গলবার রাতে আমিরুল আবার বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিপস, চকলেট কিনে দেওয়ার নাম করে...