ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভুত এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ইংল্যান্ডের ওল্ডবারি শহরে দুই শ্বেতাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ওই তরুণী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ওল্ডবারির টেম রোড সংলগ্ন এলাকায় গত মঙ্গলবার ধর্ষণের শিকার হন এক শিখ তরুণী। ওই তরুণীর আরও অভিযোগ, তাঁকে ‘নিজের দেশে ফিরে যাও’ বলে হুমকি দিয়েছেন ধর্ষকেরা। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে ‘জাতিগত আক্রমণ’ হিসেবে দেখছে তাঁরা। হামলাকারীদের চিহ্নিত করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজনরা শ্বেতাঙ্গ পুরুষ। এদের মধ্যে একজনের মাথা শেভ করা ছিল, গায়ে গাঢ় রঙের সোয়েটশার্ট পরা। অপর সন্দেহভাজনের পরা ছিল ধূসর রঙের পোশাক। ধর্ষণের এই ঘটনাটি স্থানীয় শিখ সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তুলেছে। অনেকে একে সরাসরি ‘টার্গেটেড হামলা’...