ভারতের কর্ণাটকের হাসান জেলায় গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯ জন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার (১২ সেম্পম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ৯ জনের মৃত্যু এবং ২০ জন আহত হয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো প্রায় ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়ে। দক্ষিণ রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরালিঙ্গাইয়া বলেন, ‘এই দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন স্থানীয় বাসিন্দা এবং তিনজন চিকমাগালুরু, বেল্লারি ও চিত্রদুর্গা জেলার ছাত্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসান থেকে হোলেনারাসিপুরের দিকে যাওয়া ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেল ও একটি ব্যারিকেডে ধাক্কা মারে, এরপর মোসালে হোসাহাল্লি গ্রামের কাছে...