১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবকে লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, আঘাত হানার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে। তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। হুতি বিদ্রোহীরা সাম্প্রতিক দিনে ইসরায়েলের উপর একাধিকবার ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য মূলত ইসরায়েলের বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা এবং সামরিক স্থাপনা। গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে। হুতিরা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার রাত ৩টা ৪৫ মিনিটের...