বিজেপিকে ঠেকাতে নতুন কৌশল নিয়ে হাঁটছে ভারতের বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতায় দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে বসেছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। সেখানেই তিনি জানিয়ে দেন, কংগ্রেসের প্রধান লক্ষ্য এখন দলকে শক্তিশালী করা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সফর করবেন রাহুল গান্ধী। জোট নিয়ে আলোচনা পরে হবে। আপাতত কংগ্রেস চাইছে, নিজেদের সাংগঠনিক শক্তি বাড়িয়ে মাঠে নামতে। খবর টাইমস অব ইন্ডিয়ার।কেসি বেণুগোপাল বলেন, বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ বড় সাড়া পেয়েছে। পশ্চিমবঙ্গেও যদি একইভাবে কর্মসূচি নেওয়া যায়, তবে তা কংগ্রেসকে নতুন প্রাণ দেবে। এ ধরনের বড় সভা বা সম্মেলনে রাহুল গান্ধী নিজে যোগ দিতে চান। তাঁর উপস্থিতি শুধু কর্মীদের মনোবল বাড়াবে না, ভোটের আগে কংগ্রেসকে অন্যভাবে তুলে ধরবে। গত কয়েক বছরে বাংলায় কংগ্রেস কার্যত প্রান্তিক শক্তি...