ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বড় রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্রদলের পরাজয় কিংবা শিবিরের জয়, এসবের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষক এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের মতে, এই নির্বাচনে শিক্ষার্থীরা রাজনৈতিক কমফোর্ট জোনের বাইরে গিয়ে অধিকার আদায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এটি একটি নতুন ধারা শুরুর ইঙ্গিত। তাদের মতে, সামনে ছাত্রশিবিরকে সর্বদলীয় উপেক্ষা বা বিরোধীতার মুখোমুখি হতে হবে। ঘোষিত ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে সংগঠনটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দলীয় পরিকল্পনার বাইরে গিয়ে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, ক্যারিয়ার কেন্দ্রিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে কাজ করতে পারলে শিবির সব বাধা অতিক্রম করে সফল হতে পারবে। এদিকে ডাকসুতে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জয়কে অনেকেই...