জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। শনিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গণনার কাজ শেষে ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি নিতে হবে। আনুমানিক সন্ধ্যা সাতটার মধ্যে ফলাফল ঘোষণা করা যাবে বলে আশা করছি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে। শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে গণনা দীর্ঘায়িত হওয়ায় ফল ঘোষণা বিলম্বিত হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার...