গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সাপ্তাহিক কর্মসূচির ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইয়েমেনজুড়ে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। দেশটির রাজধানী সানার সাবিইন চত্ত্বরে সবচেয়ে বেশি মানুষের জমায়েত দেখা যায়। এই সপ্তাহে মিছিলে অংশগ্রহণকারীদের হাতের প্ল্যাকার্ডে কিছু লেখার মধ্যে ছিল, 'শহীদদের প্রতি অঙ্গীকার, কোনও কিছুর বিনিময়েই গাজার প্রতি সমর্থন থেকে পিছু হটব না'। বিক্ষোভের আয়োজকদের তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পবিত্র রক্ত ঝরিয়ে নৈতিক অবস্থানের মূল্য চুকাতে হয়। কিন্তু এর ফল হচ্ছে নিশ্চিত বিজয়, যা এই জনমের পরেও থাকবে বিরাজমান। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বে...