১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম গাজার গণমাধ্যম কার্যালয় (মিডিয়া অফিস) শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, গাজা সিটি ও এর উত্তরাঞ্চলে ১০ লাখের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে ৩৫০,০০০-এর বেশি শিশু রয়েছে, দক্ষিণে স্থানান্তরিত হতে অস্বীকার করেছে। তারা তাদের ভূমি, বাড়ি ও সম্পত্তি ছেড়ে যাবেনা বলে অটল রয়েছেন। অফিস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও সংশ্লিষ্ট আদালতগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে ফিলিস্তিনি নাগরিকরা নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের ভূমিতে থাকতে পারেন। ইসরায়েল গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে শহরটি ঘিরে ফেলার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, প্রথমে গাজা সিটি থেকে দক্ষিণে স্থানান্তরিত করা হবে, এরপর আবাসিক এলাকায় আরও হামলা চালানো হবে। ইতোমধ্যেই ইসরায়েল ৮০০,০০০-এর বেশি মানুষকে আল-মাওয়াসি এলাকায় জোরপূর্বক স্থানান্তর করেছে, যেখানে জীবনযাপনের মৌলিক সুবিধা নেই।...