রাগী স্বভাবের জন্য বহুবার শিরোনামে এসেছেন জয়া বচ্চন। এবার চর্চায় এলেন ছেলেকে ঘিরে। জানা গেছে, অভিষেক বচ্চন নাকি মায়ের সঙ্গে একেবারেই শপিংয়ে যেতে চান না। বরং জামাকাপড় কেনার ক্ষেত্রে তিনি বাবা অমিতাভ বচ্চনের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।ভারতীয় এক গণমাধ্যমেরসাক্ষাৎকারে এ বিষয়ে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না। যদিও অভিষেক নিজে মায়ের মেজাজের কারণে তার সঙ্গে জামাকাপড় কিনতে যেতে চান না, এমন নয়।অভিনেতা বলেন, ‘আমার মা ১২ বছর বয়স পর্যন্ত তার মর্জিমতো জামা পরিয়েছেন, আর নয়। আমার মায়ের সঙ্গে কোথাও খেতে যেতেই ভালো লাগে। কারণ মা বাঙালি, আর বাঙালিদের খাবারের বিষয়ে জ্ঞান বেশ ভালো। জামাকাপড় কেনাকাটার ব্যাপারটা বাবার সঙ্গেই করি।’ ভারতীয় এক গণমাধ্যমেরসাক্ষাৎকারে এ বিষয়ে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল...