ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে যেন নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখেছে ইংল্যান্ড। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে অবিশ্বাস্যভাবে ২ উইকেটে ৩০৪ রান তুলেছে ইংলিশরা। এতে তছনছ হয়ে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বই। এক নজরে দেখা যাক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কী কী রেকর্ড গড়লো ইংলিশরা। ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে গাম্বিয়ার বিপক্ষে ২০২৪ সালে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। যা বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের স্কোর হিসেবে বহাল আছে। আর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ নেপালের, ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান। এই ম্যাচে ৬০ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ফিল সল্ট, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট...