দুই দলই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শুরু করেছে এশিয়া কাপ অভিযান। অপেক্ষা এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহারণের। সেই লড়াইয়ে শক্তি-সামর্থ্যের দিক থেকে হয়তো ফেভারিট হয়েই নামবে ভারত। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় যে কোনো দলকে হারাতে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। দুবাইয়ে শুক্রবার ওমানকে ৯৩ রানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছেন পাকিস্তান। ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানেই গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে গেছে ৪.৩ ওভারেই। দুবাইয়ে রোববার মুখোমুখি হবে উপমহাদেশের দুই পরাশক্তি। যদিও গ্রুপ পর্বের ম্যাচ এবং এই গ্রুপ থেকে দুই দলেরই পরের পর্বে যাওয়া অনেকটা আনুষ্ঠানিকতার মতো ব্যাপার, তার পরও ভারত-পাকিস্তান লড়াইয়ে ‘ছোট ম্যাচ’ বা কম গুরুত্বপূর্ণ ম্যাচ বলে কিছু নেই। এই দুই দলের লড়াই মানেই বারুদের গন্ধ। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি তিন লড়াইয়ে ভারতের...