নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে মহাবিপদে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করাকে কেন্দ্র করে নেপালে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে ‘জেন-জি’ নামে পরিচিত তরুণরা। দুই দিনের আন্দোলনেই পতন হয় সরকারের। হানাহানি, অগ্নিসংযোগ আর লুটপাটের মাঝে চরম আতঙ্কে দুই দিন হোটেলবন্দি হয়ে কেটেছে ফুটবলারদের। পরিস্থিতি কিছুটা শান্ত হলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ফুটবলাদের দেশে ফিরিয়ে আনা হয়। দেশ রূপান্তরকে সেই ভয়াল দিনগুলোর কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেন্টারব্যাক তপু বর্মণ। তিনি লিখেছেন, ‘গত বছর জুলাই-আগস্টের বড় একটা সময় মহাখালীর বাসায় বন্দি থাকতে হয়েছিল। ঢাকায় তখন ব্যাপক গণ্ডগোল। অগ্নিঝরা দিনগুলোর ভয়াবহতা বুঝতে পেরেছিলাম কেবল টিভি দেখে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে কাঠমান্ডু থেকে যে অভিজ্ঞতা নিয়ে ফিরেছি, তা যতটা রোমাঞ্চকর, তারচেয়ে বেশি উৎকণ্ঠার। জীবনে এতটা ভয় কখনো...