নেইমার ব্রাজিল দলে নেই প্রায় দুই বছর হয়ে গেল। সবশেষ উইন্ডোয় তার ফেরার একটা সম্ভাবনা ছিল, তবে শেষ মুহূর্তে চোট তার পথ আগলে দাঁড়ায়। তবে নেইমার জানিয়েছিলেন, চোট নয়, অন্য কারণে তার জায়গা হয়নি। এ নিয়ে কম জলঘোলা হয়নি সে উইন্ডো শুরুর আগে। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এবার জানিয়েছেন, আগামী বছর বিশ্বকাপে নেইমার জায়গা পাবেন। তবে সেজন্যে তাকে শর্ত পূরণ করতে হবে কিছু। দলে ফিরতে হলে তাকে শারীরিকভাবে শতভাগ ফিট থাকতে হবে। সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা সর্বশেষ ব্রাজিলের জার্সি পরেন ২০২৩ সালের অক্টোবরে। ওই সময় গুরুতর হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর থেকে বারবার চেষ্টা করেও মাঠে ফেরা হয়নি। আনচেলত্তি ইএসপিএন ব্রাজিলকে বলেন, ‘আমরা নেইমারকে কিভাবে খেলছে সেটা দেখার জন্য বসে থাকব না। সবাই তার প্রতিভা জানে। আধুনিক...