ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। ভূমিকম্পের কারণে জাতিসংঘ গণহারে বিতাড়ন স্থগিত করার আহ্বান জানালেও তা শুনছে না। সময়সীমা শেষ হওয়ার অজুহাতে বিতাড়ন জোরদার করেছে দেশটি। টোলো নিউজ জানিয়েছে, গত কয়েকদিনে পাকিস্তান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। শরণার্থীদের আফগানিস্তানে ফেরত যাওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল পাকিস্তান। নির্ধারিত সময় পার হওয়ার পর থেকেই বিতাড়ানের হার তীব্র হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, প্রতিদিন হাজার হাজার পরিবারকে তোরখাম ক্রসিং দিয়ে আফগানিস্তানে নির্বাসিত করা হচ্ছে। পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে একটি হোটেলের মালিক হাবিবুল্লাহ কয়েক দশক ধরে বসবাসের পর এখন সব সম্পত্তি এবং ব্যবসা হারিয়েছেন। পরিবারসহ তাকে জোরপূর্বক নির্বাসিত করা হয়েছে। তিনি বলেন, আমার নিজস্ব হোটেল এবং ব্যবসা ছিল, কিন্তু পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মর্যাদার...