এশিয়া কাপে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান প্রত্যাশিত জয় তুলে নিয়েছে। তবে আজ আবুধাবিতে অপেক্ষা করছে তুলনামূলক সমান শক্তির দুই দলের দ্বৈরথ—বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা।গত কয়েক বছরে দুই দলের দ্বন্দ্বে উত্তাপ কমলেও প্রতিদ্বন্দ্বিতা কমেনি। গত ১০ বছরে দুই দল সমানভাবে ৮টি করে ম্যাচ জিতেছে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এগিয়ে আছে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এছাড়া গত বছর ডালাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছিল টাইগাররা। সেই ম্যাচগুলোতে শুরুতেই আঘাত হানতে সক্ষম হয়েছিল বাংলাদেশি বোলাররা। অন্যদিকে, শ্রীলঙ্কা এখনো তাদের ব্যাটিং লাইনআপ নিয়ে সংগ্রামে আছে। মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল ৮০ রানে। এই ভেন্যুতে বাংলাদেশ ইতোমধ্যেই খেলেছে, হংকংকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে পেসাররা শুরুতে উইকেট নিয়েছেন, আর টপ অর্ডার সহজেই রান তাড়া করেছে। লেগ স্পিনার...