দীর্ঘ ছয় বছর পর গত ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। পররে দিনই ১০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নির্বাচিত প্রার্থীদের ফলাফল। তিন দিন পেরিয়ে গেলেও এখন দায়িত্ব গ্রহণ করেননি নবনির্বাচিত নেতারা। জানা গেছে, আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) অথবা সোমবার (১৫ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ করতে পারেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। ডাকসুর ৩৮তম নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্যে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও একটিতে জয়ী হয়েছেন বামপন্থি প্যানেল...