নেপালের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে। এ পদক্ষেপ এসেছে এক অভূতপূর্ব গণআন্দোলনের প্রেক্ষাপটে, যার ফলে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল এবং তরুণ প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতিনিধিদের মধ্যে এক চুক্তির মাধ্যমে কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়। কয়েকদিনের টানা আন্দোলনের পর এই সমঝোতায় এসেছে নেপালের সরকার ও আন্দোলনকারীরা । ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি রাজনীতিবিদ নন। তিনি পরিচিত নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তাঁর “জিরো টলারেন্স” নীতি তাকে জনপ্রিয় করে তোলে, যদিও এ...