সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (SSP) অনুরাগ আর্য জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিষয়টি ইতোমধ্যেই ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে এবং গ্যাংস্টার গোল্ডি ব্রারের নেটওয়ার্ক ঘিরে সতর্কতা জারি করা হয়েছে। তিনি আরও জানান, তদন্তের জন্য পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাটানি পরিবারকে আশ্বস্ত করেছে এবং বাড়ির বাইরে সশস্ত্র প্রহরা বসানো হয়েছে। এ ছাড়া এসপি সিটি, এসপি ক্রাইম ও এসপি ট্রাফিককে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ওই পোস্টে দুই ব্যক্তির নামও উল্লেখ করা হয়- বিরেন্দ্র চারণ ও মহেন্দ্র সারান। বার্তায় দাবি করা হয়, খুশবু পাটানি হিন্দু ধর্মীয়...