উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রাগার ও প্রচলিত সামরিক শক্তি উভয়কেই এগিয়ে নিয়ে যাওয়ার নীতি প্রকাশ করবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এই সপ্তাহে অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় কিম বলেন, আসন্ন গুরুত্বপূর্ণ শাসক দলের বৈঠকে পিয়ংইয়ং একযোগে পারমাণবিক শক্তি ও প্রচলিত সশস্ত্র বাহিনী নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়ার নীতি সামনে রাখবে। কিম দেশের প্রচলিত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তবে, তিনি দলীয় সভার কোনো নির্দিষ্ট তারিখ জানাননি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার বলেছে, তারা তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। সম্প্রতি, ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে হাজার হাজার...