ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, নেইমার ২০২৬ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে তার আগে প্রমাণ করতে হবে যে তিনি ‘ভাল শারীরিক অবস্থায়’ আছেন। ৭৯ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে। ওই সময় বাঁ হাঁটুর চোটে তিনি মাঠের বাইরে চলে যান। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড, যিনি এর আগে বার্সেলোনা ও পিএসজির জার্সিতে খেলেছেন, জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই বারবার চোটে ভুগছেন। আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই দফা ব্রাজিল স্কোয়াডে তাকে রাখা হয়নি। নেইমার অবশ্য দাবি করেছেন, সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দলে না থাকার কারণ ফিটনেস নয়, বরং কোচের ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’। তবে আনচেলত্তির মতে, নেইমারের প্রতিভা নয়, তার শারীরিক প্রস্তুতিই ঠিক করে দেবে তিনি দলে থাকবেন...